বিয়ানীবাজারে এসিল্যান্ড জেসমিনের যোগদান, ফুলেল শুভেচ্ছা
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০১৯, ১০:৫৭ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।। বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন জেসমিন আক্তার (জেসমিন ইশতিয়াক বিথী)।
গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। জেসমিন এর আগে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে শিক্ষা শাখায় কর্মরত ছিলেন।
এদিকে নবাগত এসিল্যান্ড জেসমিন আক্তারকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমান, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর, উপজেলা প্রকৌশলী রামেন্দ্র হোম চৌধুরী, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়াসহ উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবেব সদস্য বৃন্দ।