ডা. মঈন উদ্দিনের ছোট ভাই ফকু’র ইন্তেকাল, বাদ আছর জানাজা

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০১৯, ১১:৫৪ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজারের পরিচিতমুখ সজ্জ্বন ব্যক্তিত্ব প্রয়াত ডা. মঈন উদ্দিন আহমদের ভোট ভাই ও আমেরিকা প্রবাসী স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের ম্যানেজার মোহাম্মেদ এ হাসনাত সাহেদের ছোট চাচা হাজী ফকর উদ্দিন (ফকু) আর নেই।
সোমবার (আজ) সকাল সাড়ে ৮টায় বড়লেখা উপজেলার শিক্ষার মহল গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি বেশকিছুদিন থেকে অসুস্থ ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, একপুত্র, দু’কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ আছর শিক্ষার মহল জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এতে পরিচিত সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমের ভাতিজা প্রবাসী আব্দুর রাজ্জাক বকুল ও কামরুল ইসলাম।
উল্লেখ্য, প্রয়াত ফখর উদ্দিন ফকু বড়লেখার হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুলভ প্রেস এবং জনতা লাইব্রেরীর স্বত্বাধীকারি হাজী শমস উদ্দিনের ছোট ভাই।