বিয়ানীবাজারে মেইন সড়কে ফসলি জমির পলি মাটি,ঘটতে পারে বড় দূর্ঘটনা!

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০১৯, ৯:৩৭ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।।
বিয়ানীবাজার উপজেলাজুড়ে বেশ কয়েকটি ইটভাটা রয়েছে। এসব ইটভাটার কাঁচামাল হিসাবে পলিমাটি ব্যবহৃত হয়ে থাকে।অনেক ইটভাটার নেই কোন নিজস্ব কাঁচামাল (পলি মাটি)। ইট তৈরি করতে তাই তাদের কিনতে হয় পলিমাটি। আর এই পলিমাটি বেশ কয়েকবছর থেকে নদীর পাশের এলাকা কাকরদিয়া ও বৈরাগীবাজার থেকে সংগ্রহ করেন ভাটার মালিকরা। ট্রাক ও ট্রাক্টর দিয়ে মেইন রোড দিয়ে মাটি টানার ফলে অনেক মাটি রাস্তার পড়ে ধুলো আকারে রুপ নেই। এতে সাধারণ জনগণের চলাচলে অনেক অসুবিধা হচ্ছে। আবার আজ হঠাৎ বৃষ্টি হওয়ায় রাস্তার উপরের মাটি গলে গিয়ে রাস্তা জোকের মত পিচ্ছিল হয়ে যায়। এমতাবস্থায় মোটরসাইকেল সহ সকল ধরণের যানবাহন চলাচলে অনেক বেগ পোহাতে হচ্ছে। রাস্তা পিচ্ছিল হওয়াতে ব্রেক ফেল করছে অনেক গাড়ি। সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার উপর কোথাও কোথাও ১-২ ইঞ্চি পরিমাণ পলিমাটি পড়ে আছে। মুষলধারে বৃষ্টি হলে হয়তো অনেকটা মাটি ধুয়ে যেত,কিন্তু অল্প বৃষ্টি হওয়ায় রাস্তা বিপদজনক হয়ে পড়েছে যানবাহনের চলাচলের জন্য। রাস্তার উপর থেকে পড়ে থাকা এসব পলিমাটি না সরালে যে কোন সময় বড় দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আর এরকম ঘটলে এর দায়ভার কে নিবে এখন প্রশ্ন হলো এটাই।