শাহবাজপুর গার্লস উচ্চ বিদ্যালয়ে ডা. আব্দুছ ছালামের বৃত্তি প্রদান
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০১৯, ৬:৫৩ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।। বড়লেখা উপজেলার শাহবাজপুর গার্লস উচ্চ বিদ্যালয়ের প্রতিবছর ১০জন গরীব মেধাবী ছাত্রীকে বৃত্তি প্রদান করছেন ডা. আব্দুছ ছালাম। সুবিধাবঞ্চিত নারীদের পড়ালেখায় উৎসাহীত করতে তিনি গত প্রায় ১০ বছর থেকে মহতি এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
রোববার (আজ) শাহবাজপুর গার্লস উচ্চ বিদ্যালয়ে চলতি বছরের বৃত্তি প্রদান করা হয়। এ সময় স্কুলের শিক্ষক, অভিভাবক ও দু’শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন।
এদিকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন উপপরিচালক ডা. আব্দুছ ছালাম, ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জোবায়ের লিটন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি রফিক আহমদ প্রমুখ।