এক পাঙ্গাসের দাম ১৯ হাজার টাকা
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০১৯, ৮:০৭ অপরাহ্ণশরণখোলার বলেশ্বর নদীতে জেলেদের জালে ২০ কেজি ৫০০গ্রাম ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। শনিবার ভোররাতে মৎস্য ব্যবসায়ী মিলন শেখের জেলেদের জালে ধরা পড়ে এটি। স্থানীয় বাজারে মাছটি বিক্রি হয়েছে ১৯হাজার টাকায়।
মৎস্য ব্যবসায়ী মিলন শেখ জানান, শনিবার ভোর রাতে তার জেলেরা বলেশ্বর নদীতে জাল ফেলে। জাল টানার পর অন্য মাছের সঙ্গে বিশাল এই পাঙ্গাসটি ধরা পড়ে। সকালে উপজেলা সদরের রায়েন্দা শের-এ বাংলা সড়কের মাছের বাজারে ওঠানোর পর মাছটি ৯১০টাকা কেজি দরে ১৮হাজার ৬৫৫টাকায় বিক্রি হয়েছে।
স্থানীয় ডেকোরেটর ব্যবসায়ী ফারুক তালুকদারসহ কয়েকজনে এটি কিনে নেন। এতো বড় পাঙ্গাস জেলেদের জালে খুব একটা ধরা পড়তে দেখা যায় না বলে ওই মৎস্য ব্যবসায়ী জানান।