শাবি ছাত্রলীগের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০১৯, ৬:৪০ অপরাহ্ণশাবি: সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিশৃঙ্খল ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছয় নেতাকর্মীর সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী ৩ মাসের জন্য এই নিষেধাজ্ঞা থাকবে।
এছাড়া অভিযোগগুলো তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক ইমরান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অনাকাঙ্খিত ঘটনা পর্যবেক্ষণ করে আমরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, শাবি ছাত্রলীগের সদস্য নজরুল ইসলাম রাকিব, ব্যবসায় প্রশাসন বিভাগের আবুল হাসান মোল্লা, বাংলা বিভাগের আসাদুজ্জামান খান পরাণ, ইংরেজি বিভাগের মুজাহিদুল ইসলাম রিশাদ, বাংলা বিভাগের কাওসার আহমেদ সোহাগ ও নৃবিজ্ঞান বিভাগের রাহাত সিদ্দিকীর সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ আগামী তিন মাসের জন্য স্থগিত করা হলো।’
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট নিষেধাজ্ঞা পাওয়া কর্মীদের বিরুদ্ধে আসা অভিযোগগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও অভিযোগ তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আহবান জানানো হয়।
সূত্র জানায়, গত ১০ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শাহপরাণ হলের সামনে সংঘর্ষ এবং ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বাংলা বিভাগ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজিব সরকারের ওপর হামলা ও ২৬ মার্চ দিবাগত রাতে রুম দখলকে কেন্দ্র করে দুইগ্রুপের নেতাকর্মীদের অস্ত্রের মহড়াসহ ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় জড়িতদের চিহ্নিত করে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।