বনানীর অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সুলতান মনসুরের শোক
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০১৯, ১১:০১ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।। রাজধানীর বনানী এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাকসুর সাবেক ভিপি, ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদ সদস্য, সরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।
এক শোকবার্তায় তিনি এ মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আহতদের আশু সুস্থতা কামনা করে সমাজের বিত্তবানদের প্রতি সামাজিক দায়বদ্ধতা নিয়ে তাদের পাশে দাড়ানোর আহবান জানান সুলতান মনসুর।
এছাড়া এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে দেশবাসী সহ সবার প্রতি আহ্বানও জানান তিনি।
পাশাপাশি, আহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান জাতীয় নেতা সুলতান মনসুর।