ইমরান খানকে গাড়ি উপহার দিলেন মাহাথির
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০১৯, ১২:২৩ অপরাহ্ণপাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে গাড়ি উপহার দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।
ইমরান খানের আমন্ত্রণে ৩ দিনের সফরে পাকিস্তানে আসেন মাহাথির মোহাম্মদ। শুক্রবার পাকিস্তান দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।
এ সময় পাকিস্তানের করাচিতে মালয়েশিয়ার গাড়ির ব্র্যান্ড প্রোটনের একটি কারখানা দেয়ার ঘোষণা দেন ড. মাহাথির। এ উপলক্ষে সেখানে পাক প্রধানমন্ত্রীকে নিজ দেশের তৈরি এক্স৭০ মডেলের একটি গাড়ি উপহার দেন আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির। সফর শেষ করে শনিবার পাকিস্তান ত্যাগ করেন মাহাথির।
এর আগে গত বছরের নভেম্বরে মালয়েশিয়ায় দুই দিনের সফরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সে সময় মাহাথিরকে পাকিস্তান জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন পাক সরকারপ্রধান।