কলকাতায় ৪৯তম স্বাধীনতা দিবস উদযাপন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৯, ১০:৩০ অপরাহ্ণযথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হলো কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসে। মঙ্গলবার সকালে উপ-দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলোনের মধ্যদিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলোন করেন কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের উপ-হাইকমিশনার তৌফিক হাসান ।
এ সময় বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উপস্থিত ছিলেন কাউন্সেলর ও দূতালয় প্রধান বি এম জামাল হোসেন ও কাউন্সেলর (কন্সুলার) মনসুর আহমেদ, উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. মোফাকখারুল ইকবাল সহ দূতাবাসের কর্মকর্তা, বাংলাদেশ বিমান ও সোনালি ব্যাংক কলকাতা শাখার কর্মকর্তারা ।
পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সন্ধ্যায় কলকাতার একটি ৫তারা হোটেলে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজোন করা হয় । বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টুইট করে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।