বড়লেখায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৯, ৭:২১ অপরাহ্ণবড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় নানা কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৫.৫৬ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।
পরে স্বাধীনতা যুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে বড়লেখা ডিগ্রি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। প্রথমে শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন।
পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান, বড়লেখা থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বড়লেখা পৌরসভা, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানবৃন্দ, বড়লেখা প্রেসক্লাব, বড়লেখা সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পল্লী বিদ্যুৎ সমিতি, পর্যটন পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থার পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে শহীদের স্মরণ করা হয়। সকাল ৮টায় বড়লেখা পিসি মডেল উচ্চ বিদ্যালয় প্যারেড মাঠে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড, কাবস, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
এসময় থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক উপস্থিত ছিলেন। এদিকে দিবসটি উপলক্ষে দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি পৃথকভাবে র্যালি ও আলোচনা সভা করেছে।