লিডিং ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৯, ৭:০৮ অপরাহ্ণসিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ অত্যন্ত শ্রদ্ধাভরে উদযাপন করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে স্বাধীনতার ব্যানার, পতাকা, এবং প্লেকার্ড নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস সংলগ্ন রাস্তা প্রদক্ষিণ করে প্রথমে ক্যাম্পাস প্রাঙ্গনে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান লিডিং ইউনিভার্সিটি পরিবার। পরবর্তিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে স্বাধীনতা শহীদদেরপ্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানান লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, কোষাধ্যক্ষ বনমালী ভৌমিক, ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ আব্দুল হাই, শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী, ও কর্মচারীবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি শেষে সকাল ১১ টায় ইউনিভার্সিটির দ্বিতীয় একাডেমিক ভবনের গ্যালারী-১ এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী স্বাধীনতা সংগ্রামের স্মৃতিচারণ ও শহীদদেরকে শ্রদ্ধাভরে স্বরণ করে বলেন, সুন্দর দেশ, সমাজ ও জাতি গঠন করতে হলে আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বরণ করে তিনি বলেন, আমরা আজ স্বাধীন পতাকা পেয়েছি, দেশে শিক্ষা, আর্থসামাজিক, যোগাযোগসহ বিভিন্নক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। বর্তমান তরুণ সমাজকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি লিডিং ইউনিভার্সিটি থেকে উত্তির্ণ শিক্ষার্থীরাই একদিন দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে এ প্রত্যাশা ব্যক্ত করেন।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্বরণ করে সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, আজ আমরা মুক্ত, এটি আমাদের অর্থনিতিক ও সামাজিক মুক্তি। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং তারই সুযোগ্য কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট এবং বাস্তবতার সঠিক ইতিহাস জানতে হবে, স্বাধীনতার ইতিহাস ও মূল্যবোধকে নিজেদের মধ্যে ধারন করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উন্নয়নের এ অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে তরুণ শিক্ষার্থীদের দায়িত্ব অনেক, তাদেরকে এ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করার জন্য তিনি আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বনমালী ভৌমিক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনায় উজ্জীবিত বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি । স্বাধীনতা তুমি কোটি মানুষের অহংকার, আমাদের গর্ব উল্লেখ করে তিনি বলেন, আজ থেকে ৪৮ বছর পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণার মধ্য দিয়েই এই দিনে শুরু হয় মুক্তিযুদ্ধ। রচিত হয় বাংলাদেশের স্বাধীনতা, বঙ্গবন্ধুর ডাকে জীবনপণ সশস্ত্র লড়াইয়ে ঝাপিয়ে পড়ে বীর বাঙালি, উদিত হয় বাংলার আকাশে স্বাধীনতার চিরভাস্বর সূর্য।
অনুষ্ঠানে ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মানফাত জাবিন হকের উপস্থাপনা আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. এম. রকিব উদ্দিন। এতে আরও বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ আব্দুল হাই, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক সামস-উল আলম, রেজিস্ট্রার (অব) মো: শাহ আলম, পিএসসি, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমাদ দীন, ভারপ্রাপ্ত প্রক্টর মো: রাশেদুল ইসলাম। কবিতা আবৃতি করেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক রুম্পা শারমিন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক কাজি মো: জাহিদ হাসান, ইংরেজী বিভাগের শিক্ষার্থী সাদিয়া হাসান শিফা এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আব্দুল ফাহমিদ চৌধুরী।
উক্ত আলোচনা সভায় লিডিং ইউনিভার্সিটির সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি