বিয়ানীবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৯, ১:০২ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।। বিয়ানীবাজারে যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।
এ উপলক্ষ্যে আজ ভোরে শহিদটিলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিয়ানীবাজার পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বিয়ানীবাজার সরকারি কলেজ, বিয়ানীবাজার থানা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় এমএজি ওসমানী স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এক মনোজ্ঞ কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা শারীরিক কসরত প্রদর্শন করেন।
এরপর প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করে।
উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, পৌর মেয়র মো. আব্দুস শুকুর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদির, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. জামাল হোসেন প্রমুখ।