পূর্ব মুড়িয়ায় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৯, ১২:১৭ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।। বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়ার স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. নজরুল ইসলাম, মুড়িয়া ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, উপজেলা জাতীয় পার্টির সদস্য ফখরুল ইসলাম চৌধুরী, পূর্ব মুড়িয়া আঞ্চলিক যুবলীগের সাধারণ সম্পাদক সুলতান আহমদ টিপু, সাংগঠনিক সম্পাদক কয়ছর রশীদ, সাংবাদিক আহমদ রেজা চৌধুরী, পূর্ব মুড়িয়া ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছাদিকুর রহমান কাসিম, সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম চৌধুরী শাহিদ প্রমুখ।