খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনে ট্যালেন্টপুল ১৫ সাধারণে ৫ প্রাথমিক বৃত্তি লাভ
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৯, ১১:২৪ পূর্বাহ্ণসারাদেশের ন্যায় রবিবার (২৪ মার্চ) বিয়ানীবাজারেও প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুসারে বিয়ানীবাজার উপজেলায় বৃত্তি পেয়েছে ১৮০ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক বৃত্তিতে সাফল্য দেখিয়েছে খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন। এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ১৫জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও ৫জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি লাভ করেছে।
এদিকে, প্রাথমিক শিক্ষা সমাপনী বৃতি পরীক্ষায় শিক্ষার্থীদের ভাল ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যরা আনন্দিত। তারা শিক্ষার্থীদের এমন সাফল্যে উল্লোসিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, বরাবরের মতো এবারও শিক্ষার্থীরা ভাল ফলাফলের মাধ্যমে এ বিদ্যালয়ের সুনাম ধরে রেখেছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে সুন্দর একটি পরিবেশ এখানে বিদ্যমান। যার কারণে সকল পাবলিক পরীক্ষা প্রতিবছরই উপজেলার মধ্যে সেরা ফলাফল এ প্রতিষ্ঠান অর্জন করে আসছে। তিনি এ ফলাফলে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের ভূমিকা থাকায় দায়িত্বশীলদের ধন্যবাদ জানান।