শ্রীমঙ্গলে প্রদীপ জ্বেলে শহীদদের স্মরণ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৯, ৯:৩৬ অপরাহ্ণশ্রীমঙ্গলে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে একাত্তরের ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর গণহত্যায় নিহতদের স্মরণ করলো শ্রীমঙ্গলবাসী।
সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌর শহীদ মিনার মাঠে ব্যতিক্রম এ আয়োজন করে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।
এদিন সন্ধ্যা ৭ টায় একযোগে মোমবাতি হাতে পৌর শহীদ মিনার মাঠে দাঁড়ান সমবেত জনতা। এসময় তারা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। মোমবাতির আলোয় দৃষ্টিনন্দন হয়ে ওঠে চারিদিক।
এসময় আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসপি সার্কেল) আশরাফুজ্জামান, শ্রীমঙ্গলের সহকারী কমিশনার ভূমি শাহিদুল আলম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল, শিক্ষাবিদ সাইয়িদ মুজিবুর রহমান, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অঙ্গীকারসহ সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ার প্রত্যয় করেন আয়োজকরা।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ দেশের ইতিহাসের এক ভয়াবহ দিন। ওই রাতে মুক্তিকামী বহু বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছিল পাকিস্তানি সেনারা। মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই প্রদীপ জ্বেলে লাখো শহীদকে স্মরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।”