মালিতে বন্দুকধারীদের হামলা, ১০০ জনের মৃত্যু
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৯, ১:২৭ অপরাহ্ণআন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ মালির একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। বন্দুকধারীরা ঐতিহ্যবাহী ডগন শিকারিদের পোশাক পরে ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার দেশটির মপটি অঞ্চলের ওই গ্রামে হামলা চালানোর আগে গ্রামটি ঘিরে ফেলা হয়। মূলত গ্রামের ফুলানি নৃগোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করেই হামলা চালানো হয়। এই হামলাকে গণহত্যা বলে মন্তব্য করেছেন প্রতিবেশি গ্রামের মেয়র।
মালিতে ক্ষুদ্র নৃগোষ্ঠি ও জিহাদি দলগুলোর মধ্যে সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের দূত দেশটিতেই অবস্থান করছিলেন। এরই মধ্যে এই হামলার ঘটনা ঘটলো। তবে এখন পর্যন্ত এই হামলার দায় শিকার করেনি কেউ।