প্রস্তাবনা অনুযায়ী সিলেট নগরের আয়তন বাড়বে ৬ গুণ, যুক্ত হতে পারে আরো ২৭ টি ওয়ার্ড
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০১৯, ৬:১৫ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম ডেস্ক।।।
দেশের সবচেয়ে ছোট নগর সিলেট সিটি করপোরেশন (সিসিক)। ২০১৪ সালের জুলাইয়ে এই নগরের আয়তন ৬ গুণ বৃদ্ধি করার উদ্যোগ নেয় সিসিক কতৃপক্ষ। সে লক্ষ্যে একটি প্রস্তাবনাও পাঠানো হয় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে। প্রায় ৫ বছর আগে নগরের আয়তন বৃদ্ধির উদ্যোগ নেয়া হলেও প্রশাসনিক জটিলতায় তা আটকে আছে।তবে প্রশাসনের কর্মকর্তাদের দাবি নগরের আয়তন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কাজ চলছে।
নগর ভবন সুত্রে জানা যায়, ১৮৭৮ সালে পৌণে দুই কিলোমিটার আয়তন নিয়ে সিলেট পৌরসভার যাত্রা শুরু হয়। এরপর ২০০২ সালে ২৬ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনে বিস্তৃত হয়ে যাত্রা শুরু হয় সিলেট সিটি করপোরেশনের। এরপর থেকে একই আয়তন নিয়ে চলছে সিসিক’র কার্যক্রম।
মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, সিসিকের সেবা কার্যক্রম বাড়লেও নগরের বাইরের লোকজনও সিটি করপোরেশনের সেবা গ্রহণের সুযোগ নিচ্ছেন। কিন্তু তাদের কাছ থেকে কোন ধরণের কর আদায় করা সম্ভব হচ্ছে না। তাই সিটি করপোরেশনের নিজস্ব আয় বৃদ্ধি ও নাগরিকদের অধিকতর সেবা নিশ্চিতের লক্ষ্যে পরিধি বাড়ানো প্রয়োজন বলে মত দিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।এতে সিসিকের বর্তমান আয়তন ২৬ দশমিক ৫০ বর্গকিলোমিটারের সাথে আরো ১৬০ দশমিক ৬২ বর্গ কিলোমিটার যুক্ত করার প্রস্তাবও করা হয়।
নগর সম্প্রসারণ করা হলেসব মিলিয়ে সিটি করপোরেশনের পরিধি হবে ১৮৭ দশমিক ১২ বর্গ কিলোমিটার। ফলে সিটি করপোরেশনের নতুন ওয়ার্ড হিসেবে আরো ২৭ টি ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডযুক্ত হতে পারে। প্রস্তাবনা অনুয়ায়ি সিটি করপোরেশনে যুক্ত হবে উত্তরে খাদিমনগর টি গার্ডেন, দলদলি টি গার্ডেন, সালুটিকর, দক্ষিণে শুড়িগাঁও, মামুদপুর, রুস্তুমপুর, কালাইরচক, ঢুমশ্রী, ছাত্তিঘর, পশ্চিমে চাতল, উত্তর ঘোপাল, কসকালিয়া, বাওনপুর, ইনায়েতপুর, হরিুপুর, রঘুপুর, দর্শা, মেদিনীমহল, ল²ীপাশা, হাজরাই, তালিবপুর, ল²ীপুর, পূর্বে বটেশ্বর, বাঘা, হাতিমনগর, আমদরপুর, উত্তরভাগ, বাগরখলা, হিলালপুর, মাইজভাগ, দাউদপুর ও তিরাশিগাঁও। এতে বিলুপ্ত হতে পারে দক্ষিণ সুরমা উপজেলার কুচাই, বরইকান্দি ইউনিয়ন ও মৌল্লারগাও ইউনিয়ন। সদর উপজেলার খাদিমপাড়া, টুলটিকর, টুকের বাজার ইউনিয়ন, খাদিমনগর, কান্দিগাঁও ইউনিয়ন। এছাড়া যুক্ত হবে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের আংশিক।
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, প্রায় ৫ বছর আগে নগর সম্প্রসারণের জন্য উদ্দ্যোগ নেয়া হয়েছিল।এজন্য স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে প্রস্তাবনা দেয়া হয়েছিল। ২০১৫ সালে মাঠ পর্যায়ের সর্বশেষ অবস্থা জানানোর জন্য এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সিলেট জেলা প্রশাসকের কাছে প্রস্তাবটি প্রেরণ করা হয়। এখন তা জেলা প্রশাসনেই আটকে আছে।
স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আমরা ইতোমধ্যে কিছু কাজ শেষ করেছি। তবে এখনও তা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা কাজ করছি। দেখছি কোন কোন এলাকা সিটি করপোরেশনের যুক্ত করা যায়।