কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়লো বাঘ আইড়

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০১৯, ৪:৪২ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।। বিয়ানীবাজারের কুশিয়ারা নদীতে জেলেদের জালে কুশিয়ারা নদীতে বিশাল আকৃতির বাঘ আইড় ধরা পড়েছে। বুধবার (২০ মার্চ) দুপুরে উপজেলার বৈরাগীবাজারস্থ কুশিয়ারা নদীতে স্থানীয় জেলেদের জালে এ মাছটি ধরা পড়ে।
স্থানীয় এলাকাবাসী এ মাছটিকে বাঘ মাছ বলে থাকেন। বাঘের মতো মাছে শরীরে কালো ধূর রঙের ডোরা কাটা রয়েছে।
জেলেদের জালে ধরা পড়া ৫-৬ ফুট দৈর্ঘ্যের বাঘ মাছটির ওজন প্রায় ৭০ কেজি। স্থানীয়রা বিশাল আকৃতির এ মাছ দেখতে বৈরাগীবাজারের খেয়াঘাট এলাকায় ভীড় করছেন।