বিয়ানীবাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আতাউর রহমান খানের ফেসবুক স্ট্যাটাস

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০১৯, ৯:২৬ পূর্বাহ্ণপ্রিয় বিয়ানীবাজারবাসী
আসসালামু আলাইকুম/আদাব,
জয় পরাজয় আছে। পরাজয় নিয়ে আমার কোন দুঃখ নেই। আমরা রাজনীতি করি একটা পদের জন্য আমরা সব সময়ই লড়াই করে যাই,যেখানে কখনো জয় কখনো পরাজয় থাকে।
সম্মানিত এলাকাবাসী,
আমি বিগত পাঁচ বছর ধরে বিয়ানীবাজার উপজেলার চেয়ারম্যান ছিলাম নানা কারণে আমি আপনাদের অনেক ইচ্ছা পূরণ করতে পারিনি সে কারণে আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি অনেক মর্যাদা এবং ভালোবাসা পেয়েছি যার জন্য আপনাদের কাছে আমি চির ঋণী। বিগত পাচ বছরে যদি চলার পথে আপনাদের যেকোনো কাউকে যদি কোন আঘাত দিয়ে থাকি তাহলে আমাকে আপনারা ক্ষমা করবেন।
আমি ধন্যবাদ জানাই যারা আমার উপর আস্থা রেখেছেন যারা আমাকে ভোট দিয়েছেন যারা আমাকে জেতানোর জন্য রাত দিন এক করে পরিশ্রম করে গিয়েছেন আমি তাদের ঋণ কখনোই ভুলবো না।
অনেকে হয়তো বলতে পারেন আমি কেন আবার চেয়ারম্যান পদে খেলছি। আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম। আমি সব সময় রাজনীতির সাথে জড়িত ছিলাম, রাজনীতি আমাকে অনেক কিছু দিয়েছে তার মধ্যে উপজেলা চেয়ারম্যান টা হল একটা। আর এত বছর রাজনীতি করে আমি কিন্তু কোনদিন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করিনি। আমি এইবার নৌকা প্রতীক নিয়ে খেলেছি কিন্তু এই প্রতীকের জন্য আমি কোন টাকা পয়সা ব্যয় করিনি। শুধু আমার নমিনেশন সাবমিট করেছি। প্রধানমন্ত্রী কে আমি অনেক ধন্যবাদ জানাই তিনি আমাকে নৌকা প্রতীক দিয়েছেন এবং আমরা যারা রাজনীতি করে যারা আওয়ামী লীগ করে সবারই স্বপ্ন থাকে, সে যেন নৌকা প্রতীক নিয়ে একবার না একবার নির্বাচন করে। আমারও এই স্বপ্নটা ছিল যার কারণে আমি নৌকা প্রতিক পাওয়ার পর নির্বাচনে আসি যার ফলে পরাজিত হয়েও আমার কোন আফসোস নেই। আমি প্রথমেই জয়ী হয়ে গেছি যখন আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে আসি আমার রাজনীতি সার্থক হয়েছে তখনই।
আমি বলতে চাই আমি সবসময় আপনাদের পাশে ছিলাম,এখনো আমি আপনাদের পাশে আছি। আপনাদের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।
জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু,
জয় বাংলাদেশ আওয়ামী লীগ।