আহত কর্মীদের পাশে আবুল কাশেম পল্লব

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০১৯, ৫:৪৪ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।।
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় গতকাল ১৮ ই মার্চ রোববার। নির্বাচনের দিন বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া প্রায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন মাথিউরা সুতারকান্দি গ্রামের তাজ ও দুধবকশী গ্রামের শাহাদত শাহিন নৌকা সমর্থক কর্মীদের সাথে সংঘর্ষেে আহত হন। এছাড়া পৌরসভার লাসাইতলা গ্রামের নুরুল হক ও দাসগ্রামের সাহেদ পারভেজ আনারস প্রতীকের সমর্থকদের সাথে সংঘর্ষে আহত হন। আহত নেতা কর্মীদের দেখতে আজ নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব তাদের প্রত্যেকের বাড়ীতে যান। এসময় তিনি সবার চিকিৎসার খোজ খবর নেন এবং তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন পাশাপাশি তাকে জেতানোর জন্য যাহারা রক্ত ঝরিয়েছেন তাদের প্রতি তার আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
এসময় তার সাথে স্বেচ্ছাসেবকলীগের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্হিত ছিলেন।