প্রার্থনারত মানুষের ওপর হামলায় খুব কষ্ট পেয়েছি : জাতিসংঘ মহাসচিব

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৯, ২:০৫ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা ডেস্ক।।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, নিষ্পাপ মানুষ, যারা প্রার্থনা করছিলেন মসজিদে, তাদের ওপর এমন বর্বরোচিত হামলায় আমি খুব কষ্ট পেয়েছে।
হামলায় ৪৯ জন নিহত হওয়ার ঘটনায় মর্মাহত হয়ে টুইটে তিনি বলেন, আমি খুব কষ্ট পেয়েছি শান্তিপূর্ণভাবে প্রার্থনারত অবস্থায় মুসলমানদের ওপর এমন হামলা চালানোয়। এর তীব্র নিন্দা জানাচ্ছি আমি।
একইসঙ্গে ঘটনাটিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন জাতিসংঘ মহাসচিব।
এসময় আজকে এবং প্রতিদিন আমাদের অবশ্যই মুসলিমবিরোধী ঘৃণাসহ সব ধরনের ধর্মান্ধতা এবং সন্ত্রাসের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়া উচিত বলে বিশ্ববাসীকে আহ্বান জানান গুতেরেস।
উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে অবস্থিত দুটি মসজিদে বর্বরোচিত হামলা হয়। এতে ৪৯ জন নিহত হন। এদের মধ্যে তিনজন বাংলাদেশি। আহত হয়েছেন আরও ৪৯ জন। এদের মধ্যেও একাধিক বাংলাদেশি।
তবে বর্বরোচিত হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান দেশটিতে সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।