দু’দিনের সফরে সিলেটে আসছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০১৯, ১১:৫০ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
দু’দিনের সফরে সিলেটে আসছেন সিলেট-১ আসনের সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আবদুল মোমেন। শুক্রবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আবদুল মোমেনের ব্যক্তিগত কর্মকর্তা ও ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী্র সফর সূচী থেকে জানা গেছে, বিমানবন্দর থেকে তিনি দুপুর ১২টার দিকে এপেক্স ক্লাব আয়োজিত টিলাগড়ে একটি মাদক বিরোধী সাইকেল র্যালির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। দুপুর আড়াইটায় সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করবেন।
বিকেল চারটায় সিসিকের ১০নং ওয়ার্ডে ‘এমজিএসপি’ প্রকল্পের আওতায় ঘাসিটুলা-লামাপাড়া-মোলাপাড়া হয়ে সুরমা নদী পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। সন্ধ্যা সাতটায় স্থানীয় জনসাধারণের সঙ্গে সাক্ষাত করবেন।
পরদিন শনিবার সকাল দশটায় সিলেট নগরীর রাজা জিসি হাইস্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান। এছাড়া সকাল সাড়ে এগারোটায় নগরীর রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন।
বিকেল চারটায় জেলা শিল্পকলা অ্যাকাডেমি কর্তৃক আয়োজিত সম্মাননা পদক অনুষ্ঠান শেষে রাত আটটায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।