ঢাকাদক্ষিণে নৌকার সমর্থনে সভা
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০১৯, ১২:৩১ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে নৌকার সমর্থনে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল ৩ টায় ঢাকাদক্ষিণ ইউনিয়নবাসীর উদ্যোগে লঞ্চঘরের সম্মুখে এ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বশর মোহাম্মদ ছদরুল উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি খায়রুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ রোশন মিয়া, আলী আকবর ফখর, এনামুল হক রুহেল, সাবেক ইউপি চেয়ারম্যান আছদ্দর আলী জালালী,
শাফি চৌধুরী এলিন, আব্দুল হান্নান, যুবলীগ নেতা রুহেল আহমদ, সাহেল আহমদ সুহেল, ইউপি সদস্য আব্দুর রহিম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এমদাদ রহমান, মনসুর আহমদ, কাওছার আলম সুমন, ছাত্রলীগ নেতা তপন কান্তি দে, আমান উদ্দিন, আব্দুল হান্নান, মুরশেদুল আজাদ পলাশ ফাহাদ আহমদ, রুমন খান, সাহেদ আহমদ, রাজু আহমদ প্রমুখ।
নির্বাচনী জনসভায় ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীকে জয়ী করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউনিয়নবাসীর প্রতি আহবান জানান বক্তারা।
এছাড়াও ইকবাল আহমদ চৌধুরী নৌকার সমর্থনে লক্ষণাবন্দ, লক্ষিপাশা, ভাদেশ্বর ইউনিয়নে সভা এবং গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাথে মতবিনিময় করেন।