পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হলেন আবুল
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৯, ৭:২২ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবুল হোসেন।
৭ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব আফজাল মেহনাত আদনান স্বাক্ষরিত এক অফিস আদেশে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জন্য অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেয়া হয়। যার স্মরক নং-এডি-পিএন্ডও-৩৩০/৮৫৯।
৩ মার্চ থেকে এ আদেশ কার্যকর করতে বলা হয়েছে। আবুল হোসেন সুনামগঞ্জে ছাতক উপজেলার খাগামুড়া গ্রামের মরহুম মনফর আলীর পুত্র। তিনি সিলেট জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সিনিয়র সদস্য ছিলেন।
আবুল হোসেন দীর্ঘদিন ধরে ড. এ কে আব্দুল মোমেনের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। গত রবিবার বিকালে তিনি নিয়োগ সংক্রান্ত চিঠি গ্রহণ করেন বলে জানান আবুল হোসেন।
দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।