ইনস্টাগ্রামে নগ্ন ছবি দিলেন বিদ্যা বালান

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৯, ৫:০০ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা ডেস্ক।।
সম্প্রতি গেল বিশ্ব নারী দিবস। দিবসটি নানান জনে নানান ভাবে উদযাপন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন। কেউ আবার দিয়েছেন খোলা চিঠি। কিন্তু বিদ্যা বালান নগ্ন ছবি শেয়ার করে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
ইনস্টাগ্রামে সেই ছবি দিয়ে এই নায়িকা লিখেছেন, ‘শুভ আন্তর্জাতিক নারী দিবস সকলকে। সবাই নিজের শরীর, মন, আত্মাকে ভালোবাসুন। আপনি যেমন, ঠিক তেমনভাবেই নিজেকে ভালোবাসুন। রোগা, ফর্সা বা ধনী হওয়ার চেষ্টা করবেন না। মনে করুন, আপনিই সেরা। কারও সঙ্গে নিজের তুলনা করলে স্বতন্ত্রতা হারিয়ে যাবে।’

বিদ্যা বালান লেখেন, ‘এই ছবিটা আমাকে এই পোস্টটা লিখতে অনুপ্রাণিত করল। আপনি যদি আমার সঙ্গে একমত হন, ইটস টাইম ট্যাগ দিয়ে শেয়ার করতে পারেন।’
বিদ্যার এই লেখা ও দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন অনেকেই। এই তালিকায় বলিউডেরও অনেকে রয়েছেন।