এই বিয়ে জেনিফার চতুর্থ, অ্যালেক্সের দ্বিতীয়

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৯, ৪:০০ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা ডেস্ক।।
চতুর্থ বিয়ে করতে যাচ্ছেন জেনিফার লোপেজ। দুই বছর চুটিয়ে প্রেম করার পর প্রেমিক অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে বাগদান সম্পন্ন সম্পন্ন হলো এই পপ তারকার।
সম্প্রতি প্রেমিক অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে প্রেমের দুই বছর পূর্তি উদযাপন করেছেন মার্কিন এই গায়িকা। আর এর ঠিক পরই গেল শনিবার বাহামাসের বাকের’স বে’তে অবকাশ যাপনে গিয়ে বাগদান সম্পন্ন করেছেন এই জুটি।
ইতোমধ্যেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে- জেনিফার লোপেজের অনামিকায় হীরের আংটি। তার হাতটি ধরে রেখেছেন অ্যালেক্স। অ্যালেক্স পেশায় একজন বেসবল খেলোয়ার।
জেনিফারের সঙ্গে এটি হতে যাচ্ছে অ্যালেক্সের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০২ সালে সিনথিয়া নামে একজনকে বিয়ে করেছিলেন তিনি। পরে ২০০৮ সালে সংসারের ইতি টানেন তারা। এদিকে অ্যালেক্সের দ্বিতীয় বিয়ে হলেও জেনিফারের এটি চতুর্থ বিয়ে।