নারীদের নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০১৯, ১:৪৯ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা, বরিশাল।।
নানা আয়োজনে বরিশালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার জেলার বিভিন্ন উপজেলায় নারী মেলা, শোভাযাত্রা, আলোচনা সভাসহ দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। তবে আগৈলঝাড়া উপজেলায় নারীদের নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বেলা ১১টার দিকে নারীদের এই নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল নামে উপজেলার কদমবাড়ি এলাকা সংলগ্ন পয়সারহাট নদীতে। প্রতিযোগিতায় ১২টি দলে ১৩২ জন নারী অংশগ্রহণ করেন। বৈঠা নৌকা, ইঞ্জিনচালিত ট্রলার, নৌকা কিংবা স্পিডবোট নিয়ে নদীতে ঘুরে এই আয়োজন উপভোগ করেন অনেকে।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম হয় ফুল মালা রায়ের বুড়িগঙ্গা দল। বুড়িগঙ্গা দলের সভানেত্রী ফুল মালা রায় বলেন, নারীদের বাঁকা চোখে দেখার দিন শেষ। তারা এখন নিজেরা জায়গা করে নিচ্ছেন, নিজের পায়ে দাঁড়াচ্ছেন। নারীরা যথেষ্ট সবল। নৌকা বাইচে তার প্রমাণ রেখেছে। তিনি বলেন, সমাজে নারী-পুরুষের ভূমিকার ব্যাপারে আধুনিক সমাজে নারীকে পুরুষের প্রতিদ্বন্দ্বী না মনে করে একে অন্যের পরিপূরক মনে করা উচিত। তবেই একজন নারী জেগে উঠতে পারবেন।
প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে অনিমা হালদারের কর্নফুলী দল ও ছায়া সরকারের ব্রহ্মপুত্র দল।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘তরঙ্গ’-এর উদ্যোগে ও বিভিন্ন সংগঠনের আর্থিক সহযোগিতায় নারীদের এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সংস্থার নির্বাহী পরিচালক কোহিনুর ইয়াছমিনের সভাপতিত্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, নারীদের নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল। নদীতেও ট্রলার যোগে টহলে ছিল পুলিশ। কোনো অনাকাঙ্ক্ষি ঘটনা ছাড়াই নারীদের নৌকা বাইচ প্রতিযোগিতা শেষ হয়েছে।