নারী দিবস: একজন নারীর সফলতার গল্প

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০১৯, ৭:১৫ অপরাহ্ণমাহবুবুর রহমান শিবলু।।
নুরুন নাহার বেগম। সিনিয়র প্রোগ্রাম অফিসার হিসেবে এ্যকশন এইড নামের একটি এনজিও’তে ঢাকায় চাকুরি করেন।
শৈশব ছিল যার আনন্দময়। হইহুল্লোড়, খেলাধুলা আর পড়ালেখা। কৈশোরে স্কুল পড়ুয়া শান্ত মেয়েটি গ্রামের বখাটেদের কু-নজরে পড়ে। বখাটের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বখাটে নামক অমানুষ জানোয়ারটি মেয়েটির উপর এসিড নিক্ষেপ করে। ফলে অপূর্ব সুন্দরি মেয়েটির মুখ ঝলসে যায়।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে সৃষ্টিকর্তার কৃপা আর মেয়েটির অসম আত্মবিশ্বাস মেয়েটি সুস্থ হয়ে লেখাপড়া চালিয়ে যায় বড় ভাইয়ের সহযোগিতায়। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মেয়েটি আজ স্বাবলম্বী। বর্তমানে তিনি সিনিয়র প্রোগ্রাম অফিসার হিসেবে এ্যকশন এইডে দায়িত্ব পালন করছেন।
নুরুন নাহার বেগম কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৩ সালে অনন্যা শীর্ষ-১০ পুরস্কারে ভ‚ষিত হন। পাশাপাশি নারীদের উন্নয়ন ও সচেতনতার জন্য কাজ করে যাচ্ছেন। শুভ কামনা নুরুন নাহার বেগমের জন্য। আপনি অনেক দূর এগিয়ে যান।