মুক্তি পেলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলু

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০১৯, ৮:৫২ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
প্রায় তিন মাস কারাভোগের পর জামিনে মুক্ত হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বৃহস্পতিবার সন্ধ্যায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় জেলগেটে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
রাজধানীর শেরে বাংলা নগর থানার নাশকতার মামলায় গত বছরের ১২ ডিসেম্বর গুলশানের বাসা থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসন থেকে দলীয় মনোনয়ন পান তিনি। কিন্ত শেষ পর্যন্ত আদালতে তার মনোনয়ন আটকে যায়।
পরে এ আসন থেকে তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তিনি নির্বাচনে অংশ নেন।