বিয়ানীবাজার স্বেচ্ছাসেবক দলের সভাপতি গিয়াস জামিনে মুক্ত
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ৩:৫৪ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।
আজ বৃহস্পতিবার তাকে ঢাকার কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাফটকে বরণ করেন উপজেলা বিএনপি’র সভাপতি নজমুল হোসেন পুতুল ও সাবেক ছাত্রদল নেতা ছরওয়ার হোসেন সুমন।
গিয়াস উদ্দিন দীর্ঘদিন কারাভোগ করেন। তিনি উচ্চ আদালত থেকে গত মাসে একটি মামলায় জামিন পান। বুধবার ঢাকার জজ কোর্ট থেকে অন্য মামলায় জামিন পান।
উপজেলা বিএনপি’র সভাপতি নজমুল হোসেন পুতুল বলেন, গিয়াস উদ্দিনকে কেরানীগঞ্জ কারা ফটক থেকে আমরা গ্রহণ করেছি। তিনি দীর্ঘদিন মিথ্যা মামলায় কারাভোগ করেছেন।