ওসমানীনগরে তিন ছিনতাইকারী আটক

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৮ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম, ওসমানীনগর।।
ওসমানীনগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ।
আটকৃতরা হলো- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বাহাপুর গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে মইন উদ্দিন (৪৫), ওসমানীনগরের রাইগদাড়া মোহাম্মদপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে তুরণ মিয়া (৩৮) ও একই উপজেলার বাজিতপুর গ্রামের ফিরুজ আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০)।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুন বলেন, শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রবিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।