চকবাজার অগ্নিকাণ্ড: সোমবার শিক্ষাপ্রতিষ্ঠানে শোক পালনের নির্দেশ
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৫ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের শোক পালনের নির্দেশ দেয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে কাল সোমবার এ শোক পালন করা হবে বলে রোববার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক পরিপত্র জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর চকবাজারের নন্দকুমার দত্ত রোড ও চুরিহাট্টা শাহী জামে মসজিদ রোড এলাকায় ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করা হবে। এ জন্য সোমবার (২৫ ফেব্রুয়ারি) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে।
শোক পালনের জন্য দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেয়া হয়েছে পরিপত্রে।