ক্রিকেট বিশ্বকাপের দল ও ভেন্যু

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১২ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৩০ মে থেকে মাঠে গড়বে বিশ্বকাপের ১২তম আসর। সময়ের হিসেবে বাকি তিনমাসের কিছু বেশি। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে বাংলা ইনসাইডার-এর বিশেষ আয়েজনে আজ থাকছে ‘বিশ্বকাপের দল ও ভেন্যু’।
দশ দলের বিশ্বকাপঃ
আগের দুই বিশ্বকাপে (২০১১ ও ২০১৫) অংশ নিয়েছিলো ১৪ দল। বৈশ্বিক এই টুর্নামেন্টকে আরো আকর্ষনীয়, জাঁকজমক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দশ দল নিয়ে আয়োজনের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যদিও এ নিয়ে বির্তক কম হয়নি।
সমালোচনায় মুখর ছিলেন সহযোগী দেশগুলোর কর্তারা। কিন্তু সেদিকে কর্ণপাত করেনি বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। ১০ দলের বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তে অনড় থাকে আইসিসি।
বিশ্বকাপের খেলার যোগ্যতাঃ
১০ দলের বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত শুধু সহযোগী দেশ নয় টেস্ট খেলুড়ে দেশগুলোর তোপের মুখে পড়ে আইসিসি। প্রশ্ন ওঠে ১১ টেস্ট (তখন আফগানিস্তান ও আয়ারল্যান্ড টেস্টে স্ট্যাটাস পায়নি) খেলুড়ে দেশের মধ্য বাদ পড়বে যেকোন দেশ।
এছাড়া পূর্ণ সদস্য ছাড়া বিশ্বকাপের আসর আয়োজন কতটা যৌক্তিক এই নিয়ে আলোচনা হয় আইসিসির কার্য নির্বাহী পরিষদের সভায়।
বিশ্বকাপের ১২তম আসরে খেলার যোগ্যতা নির্ধারণের কিছু মানদণ্ড তৈরি করা হয়। নির্ধারণ করা হয়, ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি খেলবে ইংল্যান্ড বিশ্বকাপ।
র্যাঙ্কিংয়ের সময় বেঁধে দেওয়া হয় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর। বাকি দুই দল আসবে বাছাই পর্ব খেলে।
বিশ্বকাপে খেলা যোগ্যতা অর্জনঃ
যোগ্যতার ধরণ | দল সংখ্যা | দল |
স্বাগতিক | ১ | ইংল্যান্ড |
র্যাঙ্কিং | ৭ | অস্ট্রেলিয়া বাংলাদেশ ভারত দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড শ্রীলংকা পাকিস্তান |
বাছাই পর্ব | ২ | আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ |
২০১৭ সালের ৩০ অক্টোবরের র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষে ছিল ইল্যান্ড। স্বাগতিক এবং র্যাঙ্কিং দুইভাবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল ইংলিশরা। আর সর্বশেষ আট নম্বর দল হিসেবে খেলছে শ্রীলংকা।
তখন বাংলাদেশের অবস্থান ছিলো সাত নম্বরে।
আইসিসি র্যাঙ্কিং (৩০ অক্টোবর, ২০১৭)
বাছাই পর্বঃ
২০১৮ সালের মার্চে স্কটল্যান্ডে অনুষ্ঠিত হয় বাছাই পর্ব। অংশ নেয় ১০ দল। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তন, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, হংকং, নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড ও নেপাল।
সবাইকে পেছনে ফেলে ২০১৯ বিশ্বকাপের টিকিট পায় ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।
বিশ্বকাপের ভেন্যুঃ
ইংল্যান্ড এবং ওয়েলসের ১০ শহরে হবে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ। ভেন্যু নির্ধারণ করা হয়েছে ১১টি। এর মধ্যে লন্ডন শহরের দুইটি ভেন্যু রয়েছে। লন্ডনের ওভালে শুরু হবে বিশ্বকাপের মহাযজ্ঞ। আর শেষ হবে ক্রিকেট মক্কা নামে খ্যাত লর্ডসে।
ইংল্যান্ড এবং ওয়েলসের মাঠসমূহঃ
মাঠ | শহর | আসন সংখ্যা |
এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড | বার্মিংহাম | ২৫,০০০ |
কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড | ব্রিস্টল | ১৭,০০০ |
সোফিয়া গার্ডেনস | কার্ডিফ | ১৫,৬৪৩ |
রিভারসাইড গ্রাউন্ড | চেস্টার-লি-স্ট্রিট | ১৯,০০০ |
হেডিংলি | লিডস | ১৭,৫০০ |
লর্ডস | লন্ডন | ২৮,০০০ |
দি ওভাল | লন্ডন | ২৩,৫০০ |
ওল্ড ট্রাফোর্ড | ম্যানচেস্টার | ২২,০০০ |
ট্রেন্ট ব্রিজ | নটিংহ্যামশায়ার | ১৭,৫০০ |
রোজ বোল | সাউদাম্পটন | ২৫,০০০ |
কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড | ব্রিস্টল | ১৭,০০০ |
এরআগে প্রথম তিনটি সহ সর্বমোট চারবার ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ছিলো ইল্যান্ড। এটি তাদের পঞ্চম আয়োজন।
অতীত রেকর্ড অক্ষুন্ন রেখে এবারো ক্রিকেট বিশ্বকাপের সফর আয়োজন করতে করতে চায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। -বাংলা ইনসাইডার