মোল্লাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকবর হোসেন
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১:১৫ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম ডেস্ক।।।
বিয়ানীবাজার উপজেলার ৯নং মোল্লাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব লাভ করেছেন প্যানেল চেয়ারম্যান-১ ও ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আকবর হোসেন। গত ১০ ফেব্র“য়ারি রবিবার থেকে তিনি এ দায়িত্ব পালন করছেন।
জানা যায়, মোলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে গমণ করেছেন। তিনি যুক্তরাজ্যে থাকাকালীন সময়ের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করে গেছেন প্যানেল চেয়ারম্যান-১ মোঃ আকবর হোসেনকে। মোঃ আকবর হোসেন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর পরিষদের সকল সদস্য, সচিব ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আকবর হোসেন বলেন, দায়িত্ব পালনকালীন সময়ে আমাদের পরিষদের সকল সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করছি। নিজ দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি এ জন্য মোল্লাপুর ইউনিয়নবাসী সকলের দোয়া ও সহযোগীতা চাই।