দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা রাখতে হবে: খাদ্যমন্ত্রী

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ৬:৫২ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকারের লক্ষ্য আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা। আর এই লক্ষ্য অর্জন করতে হলে দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকাই সবচেয়ে বেশি। তাদের দুর্নীতিমুক্ত থেকে কাজ করতে হবে।
কারণ বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।
রোববার বেলা ১১টায় নওগাঁ জেলার উন্নয়ন মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এসময় পুলিশ সুপার মো. ইকবাল হোসেনসহ জেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ অর্জন করেছি তা বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করতে হবে।
ইতিমধ্যে বাংলাদেশ সারা পৃথিবীতে উন্নয়নের এক রোল মডেল হয়েছে। আমাদের এই উন্নয়ন ধরে রাখতে হবে।