বিশ্ব ইজতেমায় স্বেচ্ছাশ্রমে ২০ সহস্রাধিক মাদ্রাসাছাত্র
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৮ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
তুরাগ নদের তীরে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে অনুষ্টিতব্য বিশ্ব ইজতেমার প্রস্তুতি কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
ইজতেমাকে সামনে রেখে প্রতিদিন টঙ্গী, গাজীপুর, উত্তরা ও তুরাগ এলাকার বিভিন্ন মাদ্রাসার ২০ সহস্রাধিক স্বেচ্ছাসেবী ছাত্র ময়দানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এদিকে সোমবার বিকালে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।
ইজতেমা ময়দান সরেজমিন ঘুরে দেখা যায়, ইজতেমাকে সামনে রেখে এগিয়ে চলছে সবধরনের প্রস্তুতির কাজ। প্রায় ২০ সহস্রাধিক মাদ্রাসা ছাত্রসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বেচ্ছাশ্রমে ময়দানে কাজ করছেন।
নাইলনের রশি ও পাটের চট দিয়ে প্যান্ডেল তৈরির কাজ, ছাতা মাইক টানানো, টয়লেট পরিষ্কার-পরিচ্ছন, মুক্কাবির মঞ্চ তৈরি, বালি ফেলে উঁচুনিচু জায়গা সমান করাসহ ময়দান পরিষ্কারের কাজ করছেন আগত মুসল্লিরা।