খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ৩:০২ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে।
নিবার সকাল ১১টার দিকে শহরের পুরাতন বাসস্টেশনের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হওয়ার একটু পরই পুলিশ বাধা দেয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন দলীয় নেতা-কর্মীরা। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ।
পরে সুনামগঞ্জ বিএনপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ শিলন।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শেরেনূর আলী, আবুল মনসুর শওকত, জেলা কৃষকদলের সভাপতি আতম মিছবাহ, জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মাশুক আলম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর হোসেন, সোয়েব আহমদ, এটিএম হেলাল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, বিএনপি নেতা অ্যাডভোকেট
আমিরুল হক, ব্যারিস্টার মাহদীন চৌধুরী, যুবদল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামনুর রশীদ কয়েস, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শামসুজ্জামান, সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জুয়েল, জেলা ছাএদলের সভাপতি রায়হান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।