ছাত্রদের স্টাইল বন্ধ করতে সেলুনে প্রধান শিক্ষকের চিঠি
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২:৪৯ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম ডেস্ক।।
কোনো ছাত্রের মাথা ভরা খাড়া খাড়া চুল, কারো আবার কানের পাশে চুলই নেই, কেউ আবার কাকের বাসার মতো চুলে কেটেছে, কারো মাথার পিছনে লম্বা টিকি। স্কুল ছাত্রদের এমন চুল কাটা বন্ধ করতে স্থানীয় সেলুনে সেলুনে চিঠি বিলি করেছেন কলকাতার নিউটাউনের হাটগাছা হরিদাস বিদ্যাপীঠের প্রধান শিক্ষক।
জানা গেছে, অনেক বোঝানো, বকা-ঝকা, ক্লাস করতে না দেয়াসহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার পরও ছাত্রদের এমন চুল কাটা বন্ধ হচ্ছিল না। ওই ধরনের স্টাইলে চুল কাটা নিয়ে বিরক্ত ছিল বিদ্যালয় কর্তৃপক্ষ।
কোনো উপায় না দেখে যেসব সেলুন থেকে ছাত্ররা বিভিন্ন স্টাইলে চুল কাটছে সে সব সেলুনে চিঠি দিয়ে এমন চুল কাটা বন্ধের অনুরোধ করেন স্কুলের প্রধান শিক্ষক। চিঠিতে তিনি লিখেন, ‘শ্রদ্ধেয় সেলুনের কর্মী বন্ধু, এই বিদ্যালয় আপনাদের। এর শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিনীত অনুরোধ করছি- ছাত্রদের এমন চুল কাটবেন না যা দৃষ্টিকটু ও অছাত্রসুলভ।’
পরে ওই চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক পার্থসারথি দাস বলেন, ‘আমি আমার কর্তব্য পালন করেছি। শুধু স্কুলে শাসন করলে হবে না। ঘরে-বাইরে মানসিকতার পরিবর্তন করতে হবে। তাই সেলুনগুলোকে অনুরোধ করেছি। যাতে তারা শালীনতা বজায় রেখে কাজ করেন।’