চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ফখরুল
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ৯:০৬ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
নিয়মিত চিকিৎসার জন্য স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর রওনা হন তিনি।
জানা গেছে, বিএনপি মহাসচিবের ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারিতে জটিলতা রয়েছে। তিনি সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেবেন।
সেখান থেকে তার লন্ডনে যাওয়ার কথা রয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল।