নৌকা প্রত্যাশী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের দলীয় নির্দেশনা
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৩ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম ডেস্ক ।।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট জেলার উপজেলাগুলোতে নৌকা প্রত্যাশী ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক প্রতি কিছু নির্দেশনা দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মঙ্গলবারের (৫ ফেব্রুয়ারি) মধ্যে স্ব স্ব উপজেলা আওয়ামী লীগের সভাপতি- সাধারণ সম্পাদকের কাছে জীবন বৃত্তান্ত ভোটার আইডি কার্ড এবং ছবিসহ জমা দিতে হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক পরবর্তীতে এই তালিকা জেলা আওয়ামী লীগের কাছে জমা দেবেন। পরবর্তীতে কেন্দ্র থেকে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করেছেন।