উপজেলা নির্বাচনে আ’লীগের মনোনয়ন ফরম বিক্রি মঙ্গলবার শুরু

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ৯:০৯ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি মঙ্গলবার থেকে শুরু হবে, চলবে দুদিন।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে সারা দেশে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হয়েছে।
উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মননোনয়নপ্রত্যাশীদের মঙ্গলবার সকাল ১০টা থেকে বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে সংগ্রহ ও জমা দিতে বলা হয়েছে।
এতে জেলা ও উপজেলা থেকে প্রেরিত নামের তালিকা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৮ (৪) ধারা মতে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের পরামর্শ নিয়ে জেলা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের (৪ জন) স্বাক্ষরে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ঐকমত্যের ভিত্তিতে একক প্রার্থী অথবা অনধিক ৩ জনের একটি প্রার্থী তালিকা আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রেরণ করতে হবে।
প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই প্রেরণ করতে হবে, যা বাধ্যতামূলক।