পৌরসভায় কসবা ও বিয়ানীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০১৯, ১১:২১ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার পৌরসভার পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট পৌরসভা পর্যায়ে ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছে কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রানার্সআপ হয়েছে শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এদিকে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিয়ানীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর রানার্সআপ গৌরীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো: নূরুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মাসুম মিয়া।
বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক বিমল পাল, মাসুদ আহমদ ও বিশ্বজিৎ মালাকার প্রমুখ।