ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ওয়াহিদুর রহমান
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৪, ১:৪২ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টার: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের ডাক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সদস্য ওয়াহিদুর রহমান ওয়াহিদ। হাসপাতালের পরিচালক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রমতে, গত ৩ মার্চ ওয়াহিদূর রহমান ওয়াহিদসহ ৩ জনকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন এমপি মনোনীত কো-অপ্ট সদস্য মনোনীত করা হয়।
এক প্রতিক্রিয়ায় ওয়াহিদুর রহমান ওয়াহিদ বলেন, ‘আমাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মনোনীত করায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, স্বীয় দায়িত্বের মধ্যে গণমানুষের জন্য হাসপাতালের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করব। এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ওয়াহিদুর রহমান ওয়াহিদ সিলেট নগরীর মেজরটিলা আবাসিক এলাকার বাসিন্দা। তিনি ‘হাফিজ আমির উদ্দিন হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা ও বড়লেখা সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ব্যবসা ও সমাজহিতৈষী নানা কাজে জড়িত রয়েছেন।