আলীনগরে মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন নীল ব্রাদার্স
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০১৯, ১২:০৩ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।। বিয়ানীবাজার উপজেলায় ২য় আলীনগর মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে নীল ব্রাদার্স ফুটবল একাদশ।
আলীনগর স্পোর্টিং ক্লাব আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার স্থানীয় নবীব আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিপুল সংখ্যক ক্রীড়ামোদি দর্শকের উপস্থিতিতে খেলায় আলীনগর নীল ব্রাদার্স ফুটবল একাদশ ২-১ গোলে টিকরপাড়া সেনটিল্লা তরুন সংঘকে পরাজিত করে।
ক্রীড়ানুরাগী লুৎফুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার অধ্যাপক আব্দুল খালিক।
আলীনগর স্পোর্টিং ক্লাবের সভাপতি সাইদুর রহমান ও ম্যানেজার তারেক আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, আঃ কাদির, সৈয়দ আঃ হান্নান, মামুন আহমদ, আব্বাসউজ্জামান আব্বাস, নিজাম উদ্দিন, খায়রুল বারী, বুরহান উদ্দিন, ফনি ভুষণ পাল, ইসমাইল আলী, আবুল কালাম (দুদু), সমসুল হক (পাখি), আব্দুল মালিক (নইবালী), সেবুল আহমদ, ছাদ উদ্দিন, এমরান আহমদ স্যার, আতাউর রহমান, বাবুল আহমদ, রাহেল আহমদ, সমসুল ইসলাম, নজরুল ইসলাম, খোকন আহমদ, সাদিউল করিম চৌধুরী, রোমান আহমদ, নানু মিয়া।