বিসিএলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে ফতেহপুর ক্রিকেট ক্লাব

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ৬:৪১ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার ক্রিকেট লীগ বিসিএলের সি গ্রুপের শেষ ম্যাচে মোল্লাপুর ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ফতেহপুর ক্রিকেট ক্লাব।
আজ সকালে স্থানীয় এমএজি ওসমানী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মোল্লাপুর ক্রিকেট ক্লাবের দলীয় অধিনায়ক তায়েব।
ব্যাট করতে নেমে ফতেহপুরের বাবলু, জামিলদের বোলিং নৈপূণ্যে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় মোল্লাপুর। মোল্লাপুরের হয়ে রাসেল সর্বোচ্চ ২০ বলে ৪২ রানের একটি ইনিংস খেলেন।
ফতেহপুরের দলীয় অধিনায়ক আনোয়ার হোসেন বাবলু ৪ ওভার বল করে ২ ওভার মেডেন সহ ১৬ রান দিয়ে ৪ টি উইকেট লাভ করেন।
৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে মাত্র ৮ ওভারেই জয়ের দেখা পেয়ে যায় ফতেপুর ক্রিকেট ক্লাব৷
ফতেহপুরের নাহিদ সর্বোচ্চ ৪২ রানের এক অনবদ্য ইনিংস খেলেন।
ম্যান অব দ্যা ম্যাচ বাবলু, মোস্ট এক্সাইটিং নাহিদ, ওভার সিক্স জামিল, ম্যাক্সিমাম ফোর ইন ইনিংস রাসেল এবং সেরা দর্শক আব্দুল্লাহ।