বিসিএলের চতুর্থ ম্যাচে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সহজ জয়

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ৪:৪৭ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার ক্রিকেট লীগ বিসিএলের চতুর্থ ম্যাচে চলন্তিকা ক্রিকেট ক্লাবকে ৬৭ রানে হারিয়ে আসরে শুভ সূচনা করেছে ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ।
সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের দলীয় অধিনায়ক শাহেদ।
শুরুতে ব্যাট করতে নেমে লোকাল বয় রায়হান এবং অতিথি ব্যাটসম্যান আরিফ হোসেন মুনের ব্যাটে উড়ন্ত সূচনা পায় বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ। মুন ও রায়হানের এই উড়ন্ত সূচনায় নির্ধারিত ২০ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে চলন্তিকাকে ২০১ রানের টার্গেট দেয়। বঙ্গবন্ধুর মুন সর্বোচ্চ ৪০ রানের একটি ইনিংস খেলেন।
চলন্তিকার হয়ে রাজিব রানা ৪ ওভার বল করে ৩৫ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন।
২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুহেদকে দাথে নিয়ে শুরু থেকে আক্রমনাত্মক খেলতে থাকেন ব্যাটসম্যান রানা আহমদ।
তবে বঙ্গবন্ধুর শক্তিশালী বোলিং লাইন আপের কাছে এক মাত্র রানা ছাড়া আর কেউ দাড়াতেই পারেননি। হয়তো ৩৬ বলে ৬১ করা রানাকে কেউ সঙ্গ দিলে ম্যাচ জিতে পারতো চলন্তিকা, তবে তার আগে ১৭ ওভার ৪ বলে তাসের ঘরের মত ঝরে পড়ে চলন্তিকার ইনিংস।
বঙ্গবন্ধুর হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট লাভ করেন।
ম্যান অব দ্যা ম্যাচ রিফাত ,মোস্ট এক্সাইটিং সুশান্ত, ওভার সিক্স মুন, ম্যাক্সিমাম ফোর ইন ইনিংস রানা আহমেদ এবং সেরা দর্শক স্কুল ছাত্র মুজাহিদ।