বিসিএলের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে কোনাগ্রাম, জাহিদের সেঞ্চুরি

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ৩:১৭ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার ক্রিকেট লীগ বিসিএল জমে উঠেছে। এ লীগের দ্বিতীয় ম্যাচে আষ্টসাঙ্গন ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে কোনাগ্রাম কিশোর সংঘ।
সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেনে আষ্টাসাঙ্গন ক্রিকেট ক্লাবের দলীয়। প্রথমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে প্রতিপক্ষকে ১৮০ রানের লক্ষ্য ছুড়ে দেয় আষ্টসাঙ্গন ক্রিকেট ক্লাব৷
আষ্টসাঙ্গনের হয়ে হয়ে দিপু সর্বোচ্ছ ৪০ রান করেন৷ কোনাগ্রামের হয়ে ফাহিম ৪ ওভার বল করে ৪০ রান দিয়ে ৪ উইকেট লাভ করেন৷
১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জাহিদের চোখধাঁধানো সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে জয়বন্ধরে পৌছে যায় তারা৷
দলের হয়ে জাহিদ সর্বোচ্ছ ১১৩ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন৷
ম্যান অব দ্যা ম্যাচ জাহিদ, মোস্ট এক্সাইটিং ফাহিম, ওভার সিক্স জাহিদ, ম্যাক্সিমাম ফোর ইন ইনিংস জাহিদ।