জলঢুপ স্পোর্টস একাডেমি মিজান-নাহিদ গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৩ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বড়লেখা উপজেলার দক্ষিনভাগ এলাকায় মিজান এন্ড নাহিদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার দক্ষিনভাগ ফুটবল মাঠে টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়।
ফাইনাল খেলায় দক্ষিনভাগ ফুটবল একাডেমিকে টাইব্রেকারে ৬-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিয়ানীবাজারের জলঢুপ স্পোর্টস একাডেমি।
এর আগে নির্ধারিত ৭০ মিনিটের খেলায় দুটো দল আপ্রাণ চেষ্টা চালিয়েও গোল করতে না পারায় খেলা ট্রাইবেকারে গড়ায়।
টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে স্থানীয় একতা স্পোর্টিং ক্লাব’র উদ্যোগে আয়োজনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দিন।
পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরষ্কার তুল দেন।