সাবেক ছাত্রনেতা আব্দুল বারী’র সফল বাইপাস সার্জারি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৩, ৭:৩৩ অপরাহ্ণসিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. আব্দুল বারী’র বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর শরীরে বাইপাস সার্জারি শুরু হয়। দীর্ঘ কয়েক ঘন্টা পর দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, আব্দুল বারী’র বাইপাস সার্জারি সফল হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে মধ্যরাতে তাকে কেবিনে স্থানান্তর করা হবে।
এদিকে, মো. আব্দুল বারী’র আশু সুস্থতার জন্য দেশ-বিদেশে বসবাসরত শুভাকাঙ্ক্ষিরা দোয়া করছেন।
হাসপাতাল থেকে অসুস্থ আব্দুল বারী’র সহোদর নাজমুল হোসেন পুতুল বলেছেন, মহান আল্লাহর অসীম রহমত ও সকলের দোয়ার বরকতে আমার ভাইয়ের বাইপাস সার্জারি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। এখন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হয়ত মধ্যরাতে তিনি কথা বলতে পারবেন এবং কেবিনে স্থানান্তর করা হতে পারে।
নাজমুল হোসেন পুতুল বলেন, আব্দুল বারী’র সুচিকিৎসা নিশ্চিত করতে যারা নিরলসভাবে চেষ্টা করেছেন এবং এখনো করে যাচ্ছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।
জানা যায়, সিলেট নগরীর একটি ক্লিনিকে গত ৩০ জুলাই রোববার আব্দুল বারী’র পিত্তথলির পাথর অপারেশন করা হয়। এরপর বৃহস্পতিবার রাতে তিনি বাসায় ফেরার দু’ঘন্টার মধ্যে শারীরিক অবস্থার অবনতি দেখা দেওয়ায় ফের ঐ ক্লিনিকে তাঁকে ভর্তি করা হয়। পরদিন শনিবার তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রেরণ করা হয়।
আরও পড়ুন