গোলাপগঞ্জে শুক্রবার শনিবার সকাল ৭টা-১১টা থাকবেনা বিদ্যুৎ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০১৯, ১০:১১ পূর্বাহ্ণগোলাপগঞ্জ: গোলাপগঞ্জ উপজেলায় দু’দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পল্লী বিদ্যুতের ৩৩০০০ ও ১১০০০ ভোল্টেজ লাইন রক্ষনাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৭ টা থেকে সকাল ১১ টা ও শনিবার সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার ও শনিবার দিনের কিছুসময় গোলাপগঞ্জ, নালিউরী ও সুনামপুর সাবষ্টেশনের আওতায় ৩৩ কেভি ও ১১ কেভি সকল লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে। কাজ শেষে যথারিতি বিদ্যুৎ সরবরাহ করা হইবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিনি দু:খ প্রকাশ করেছেন।